ROLE OF SATELLITE TV CHANNEL IN DEMOCRATIZATION OF BANGLDESH

23/04/2013 13:14


বাংলাদেশে গণতন্ত্রায়ণে স্যাটেলাইট টিভি চ্যানেলের ভূমিকাঃ  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

 

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮ সালের বি.এস.এস (অনার্স) চূড়ান্ত বর্ষের ৪০২ নং কোর্সের আংশিক শর্তপূরণ সাপেক্ষে “বাংলাদেশে গণতন্ত্রায়ণে স্যাটেলাইট টিভি চ্যানেলের ভূমিকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ।”-গবেষণা কর্মটি উপস্থাপিত হয়েছে। উক্ত গবেষণা বাংলাদেশের গণতন্ত্রায়নে স্যাটেলাইট টেলিভিশন প্রকৃত পক্ষেই অবদান রাখে কিনা  বিষয়টি অনুসন্ধানের উদ্দেশ্যে পরিচালিত হয়। এছাড়া বাংলাদেশের বর্তমানে গণতন্ত্রের প্রকৃতি ও পূর্বে গণতন্ত্রের প্রকৃতি এবং গণতন্ত্রের অবস্থা পরিবর্তনে স্যাটেলাইট টেলিভিশন অবদান রাখে কিনা; গণতন্ত্রায়ণে স্যাটেলাইট টেলিভিশন কীভাবে আরও অধিক অবদান রাখতে পারে প্রভৃতিও উক্ত গবেষণার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আবাসিক-অনাবাসিক সকল ছাত্র-ছাত্রী এ গবেষনার সমগ্রকের অন্তর্ভুক্ত গণ্য কর হয়েছে।  উক্ত গবেষণাটি পরিচালনা করার জন্য গুনাত্মক পদ্ধতি অনুসরণ করা হয়েছে।  


যেহেতু সমগ্রক থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়, তাই উদ্দেশ্যমূলক নমুনায়ণের মাধ্যমে ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীর নিকট থেকে তথ্য সংগ্রহের নিমিত্তে সাক্ষাৎকার গ্রহন করা হয়েছে।  তথ্য বিশ্লেষণের পর গবেষণায় প্রাপ্ত ফলাফল হতে আমরা পাই যে, ছাত্র-ছাত্রীরা কমবেশী স্যাটেলাইট টেলিভিশনের সাথে অভ্যস্ত। তারা বিনোদন মূলক অনুষ্ঠানে পাশাপাশি সংবাদ, সংবাদ বিষয়ক অনুষ্ঠান, রাজনৈতিক আলোচনার টক শো, নির্বাচন পূর্ব সংবাদ প্রভৃতিও বেশ পছন্দ করে। তারা স্বীকার করে যে, আমাদের জীবনযাত্রা, আমাদের মতামত গঠনে, রাজনৈতিক সচেতন বৃদ্ধিতে স্যাটেলাইট টেলিভিশন মূল্যবান অবদান রখে। এদেশের গণতন্ত্রায়ন সম্পর্কে তাদের অভিমত হচ্ছে যে, এদেশের পূর্বে গণতন্ত্র না থাকলেও বর্তমানে কিছুটা হলেও গণতন্ত্র সূচিত হয়েছে তবে প্রকৃত গণতন্ত্রায়ণ বলতে আমরা যা বুঝি তা হয় নি। তবু গণতন্ত্রায়নের গতিধারা কিছুটা ইতিবাচক, এবং এক্ষেত্রে স্যাটেলাইট টেলিভিশন তার সংবাদ, সংবাদ বিষয়ক অনুষ্ঠান , টক শো, নির্বাচনপূর্ব সংবাদ প্রভৃতির মাধ্যমে জনগণের জ্ঞান ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতন্ত্র চর্চা বাড়ায় ও মানুষকে গণতন্ত্রকামী করে তোলে। যদিও দলীয় পক্ষপাতিত্ত্ব, সরকারের প্রচ্ছন্ন প্রভাব, স্বচ্ছতা-স্পষ্টতার অভাবে নেতিবাচক ফলও আসে, তথাপিও ইতিবাচকতাই বেশি। সৎ-যোগ্য-দক্ষ লোক নিয়োগ, সততা-স্বচ্ছতা-স্পষ্টতা থাকলে স্যাটেলাইট টেলিভিশন গণতন্ত্রায়ণে আরও ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারবে। উত্তরদাতারা মনে করে যে, বাংলাদেশের গণতন্ত্রায়ণে স্যাটেলাইট টেলিভিশন ইতিবাচক অবদানই রাখে।