Role of Nursery Economics And Grameen Self-Employment

23/04/2013 14:04

‘‘নার্সারী ব্যবস্থা গ্রামীণ আত্মকর্মসংস্থান ও অর্থনীতিতে ভূমিকা’’

বর্তমান যুগে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থ নৈতিক উন্নয়নে নার্সারী ব্যবস্থার গুরত্ব অপরিসীম। এদেশের বনায়ন শিল্পের মধ্যে অত্যান্ত সম্ভাবনাময় ও দ্রুত বর্ধমান হচ্ছে নার্সারী ব্যবস্থা। আর এ খাতের মূল চালিকা শক্তি নিজের মনোবল ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এনে দিচ্ছে অনেক বেকার যুবকের কর্মসংস্থান 

গবেষণাটি করার কারণ ও ধরণ নির্ণয় এবং কারা এই কাজের সাথে জড়িত থাকে তা চিহ্নিত করণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে গবেষণাটি গ্রামীন আত্মকর্মসংস্থান ও অর্থনীতিতে নার্সারীর ব্যবস্থা ভূমিকা রাখছে কিনা তা পর্যবেক্ষণ করা। আমি আমার গবেষণার এলাকা গাজীপুর জেলার শ্রীপুর থানার কয়েকটি গ্রামে নার্সারীর মালিকদের নিয়ে জরিপ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণ করছি।

উপরোক্ত এই গবেষণাটি সমাজ গবেষকদের ও কর্মসূচী ব্যবস্থাপকদের এ বিষয়ে চিন্তা-ভাবনা করতে সহায়তা করবে।
DOWNLOAD FULL