Symbolic Analysis of DHAKA UNIVERSITY LOGO

23/04/2013 13:18

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামঃ একটি চিহ্নতাত্ত্বিক বিশ্লেষণ

কোন বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তার মনোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিফলিত হয় তার মনোগ্রামের মাধ্যমে। 
ঢাকা বিশ্ববিদ্যালয় এর মনোগ্রাম জাতীয়তাবোধ, জীবনবোধ ও মানবতাবোধ প্রতিফলিত করে। মনোগ্রামে এ সমস্ত বিষয়গুলো কতটুকু ধারন করে বা কতটুকু প্রকাশ করে তা চিহ্নতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এ মনোগ্রাফটিতে। 

ঢকা বিশ্ববিদ্যালয় এর সূচনা কাল থেকে এ পর্যন্ত মোট ৪টি মনোগ্রাম ব্যবহৃত হয়েছে যথাক্রমে ১৯২১, ১৯৫২, ১৯৭২ ও ১৯৭৩ সময় কালে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রচলিত মনোগ্রামটি এখন পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। মনোগ্রাম ব্যবহার এর সংশ্লিষ্ট সময় ও প্রেক্ষাপট মনোগ্রাম গুলোতে ঠিক কতটুকু প্রতিফলিত হয়েছে তা চিহ্নতাত্ত্বিক বিশেষণের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে এই মনোগ্রাফ পেপারটিতে।